চলমান হরতাল ও অবরোধে আবারো ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে নাশকতার ঘটনা ঘটেছে। এবার মাছবাহী পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর ৫টায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গাজীর ব্রীজ সংলগ্ন হানারচর ইউনিয়নের শেষ সীমানায় এ ঘটনা ঘটে। নরসিংদি থেকে আসা মাছবাহী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১১-৩৩১৫) চান্দ্রা চৌরাস্তায় কই মাছ নামিয়ে দিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা রাস্তায় ড্রেজারের লোহার পাইপ দিয়ে গতিরোধ করে। তারপর তারা চালক অলিউল্লাহর চোখে টর্চ লাইটের আলো মেরে গাড়িটি থামিয়ে গাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
চালক অলিউল্লা জানায়, রাস্তার উপর ড্রেজারের পাইপ দিয়ে ৬-৭ জন যুবক চোখের উপর টর্চ মেরে রাখে। পরে গাড়ি থামালেই গাড়িতে পেট্রল ঢালা শুরু করে। পরে বাঁধা দিলে আমাকেও হেলপারকে মারধর করে। এক পর্যায়ে হেলপারের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলে আমি তা থামাতে যাই। এই ফাঁকে গাড়িতে আগুন দেয়। গাড়ির সামনের অংশ পুরোপুরি পুড়ে গেছে। গাড়ির ভিতর থাকা মাছ বিক্রির ১ লাখ টাকাও পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ভোররাতে ফজরের নামাজ পড়তে উঠে এ অবস্থা দেখা যায়। পরে ড্রাইভার ও হেলপারের কাছে বিস্তারিত জানি। হেলপারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হরতাল ও অবরোধকে পূজি করে বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা লক্ষ্মীপুর ইউনিয়নে নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এরপূর্বেও কিছুদিন আগে বেশ কিছু মালবাহী ট্রাক ও সিএনজি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পরে মডেল থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসে।
খবর পেয়ে নরসিংদি থেকে মাইক্রো বাস যোগে পিকআপ ভ্যানের মালিক কামাল ও তার লোকজন চাঁদপুর আসে। পরে আগুনে পুড়ে পিকআপ ভ্যানটি মডেল থানায় নিয়ে আসে। পিকআপ ভ্যানের চালক অলিউল্যা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

