
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সস্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের উদ্দেশ্য করে ইউএনও বলেন, শপথ গ্রহণের মধ্যদিয়ে আপনারা এখন অন্যরকম ব্যক্তিত্ব হয়ে গেলেন। আপনারা এখন আর আম জনতা নন। আপনারা এখন থেকে জনগণের সেবক হয়ে গেলেন। লক্ষ্মীপুর ইউনিয়নে ইতিমধ্যে রাস্তা-ঘাটসহ অনেক উন্নয়ন হয়েছে। আশাকরি নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, এবার যারা নতুন নির্বাচিত হয়েছেন, তাদেরকে বলবো আপনারা ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়ে নিবেন। আসলে শিখার কোন বিকল্প নেই। আইনগুরো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
এসময় উপস্থিত নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম খান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দুয়ারে রোল মডেল। বাংলাদেশ এখন প্রধানমন্ত্রীর হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।
তিনি নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা দলের প্রতি শ্রদ্ধাশীল ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে একত্রিত ছিলেন বলেই আপনারা আজকে নির্বাচিত হতে পেরেছেন। আমরা একত্রিত থাকলে এ ইউনিয়নে আরো অনেক উন্নয়ন হবে এবং মাননীয় প্রধানমস্ত্রীর হাতকে আরো শক্তিশালী করে তুলতে পারবো।
তিনি আরো বলেন, আপনারা সবসময়ই সততা এবং নিষ্ঠার সাথে জনগণের স্বার্থে কাজ করে যাবেন। মাদক,সন্ত্রাস ও বাল্যবিবাহের মত খারাপ কাজকে প্রশ্রয় দিবেন না। মাদকের ব্যাপারে আমরা আজ থেকে জিহাদ ঘোষনা করলাম। মাদক যেই-ই ব্যবহার করুক না কেন তাকে কোন ছাড় দেয়া যাবে না।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম খানকে ফুল দিয়ে বরন করে নেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
এছাড়াও শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুলেল শুভেচ্ছ প্রদান করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/