দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে দুই দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার আবহাওয়ার পূর্ভাবাসে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আবহাওয়ার একটি বুলেটিন তৈরি করা হবে। এখনই পুরোপুরিভাবে নিম্নচাপের অবস্থান সম্পর্কে বলা যাচ্ছে না। আপাতত দেশের নদী ও সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।’