চাঁদপুরে নৌ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ কর্মকর্তা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও মালিক প্রতিনিধিদের সাথে নির্দেশনার অগ্রগতি সম্পর্কে আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সন্ধা ৭টায় মাদ্রাসা রোডস্থ নৌ-পলিশ ফাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের পরিচালনায় ও সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাম্মদ নূরুল্লাহ নূরী। তিনি তার বক্তব্যে বলেন, অনিদিষ্ট কালের অবরোধ চলাকালে সড়ক পথে যানবাহনগুলোকে পেট্রল বোম নিক্ষেপ করে অগ্নিদগ্ধ ও ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করছে দূবৃত্তরা। তারা যাত্রী সেজে জাহাজে উঠে পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। ঢাকা ও দক্ষীনাঞ্চলগামী লঞ্চে আগুন লাগিয়ে দিয়ে ব্যপক ক্ষতি সাধন করেছে। যাত্রীদের সকল নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসন ও লঞ্চ মালিক পক্ষের। লঞ্চের নিরাপত্ত দেওয়া আমাদের মূল লক্ষ্য। একারণে জেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ে সিদ্ধান্তক্রমে নৌ-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি নৌ-যানে সিসি ক্যামেরা ব্যবহার, ৬জন আনসার ও ৪জন নিরাপত্তা কর্মী এবং নাশকতা রোধে মেটাল ডিটেক্টর বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। শুধুমাত্র রাতে চলাচলকারী লঞ্চগুলোতে অবশ্যই আনসার সদস্য রাখতে হবে। এছাড়া প্রতিটি লঞ্চকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। পূর্বের মিটিংয়ে প্রশাসনের পক্ষ থেকে যে সকল নির্দেশনা লঞ্চের মালিক পক্ষকে দেওয়া হয়েছে তা ২/৩ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। নইলে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা ও আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নৌ-যান নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশনা মানতেই হবে। নৌ-নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত আইন শৃঙ্খলা মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসপি নৌ-পুলিশ মহিউদ্দিন আহম্মেদ, নৌ-ফড়ির ইনচার্জ মনির আহমেদ, ময়ুর লঞ্চের সুপারভাইজার আজগর আলী, রফ রফ লঞ্চের সুপারভাইজার ইউসুফ ব্যাপারি, সোনার তরী লঞ্চের সুপারভাইজার শওকত ব্যাপারিসহ অন্যান্য আরও অনেক লঞ্চের প্রতিনিধীগন। আলোচনা সভায় লঞ্চের সুপারভাইজারর বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন এবং যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সকল দিকনির্দেশনা মেনে চলবে বলে জানান। পূর্বের মিটিংএ লঞ্চের মালিক পক্ষ ও সুপারভাইজার সবাই আসলেও গতকাল তাদের দেখা মেলেনি। কারণ প্রশাসনের নির্দেশনাবলী সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারায় তারা উপস্থিত হয়নি।