মতলব উত্তর প্রতিনিধি :লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে এক কলেজ ছাত্রী। পরে নদীতে থাকা জেলে নৌকার লোকজন ওই ছাত্রীকে মেঘনা নদী থেকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল অনুমান সাড়ে ৩টার দিকে। জানা যায় ঢাকা ধানমণ্ডি কলেজ থেকে এমবিএ পাস করা নদী (২৮) নামে ছাত্রীটি আত্মহত্যার এ চেষ্টা চালায়। সে জানায়, ছোট বেলায় তার মা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার পিতা দুলাল দেওয়ান পরে রেহানা নামে আরেক নারীকে বিয়ে করেন। ঘরে থাকা সৎ মা রেহানা লেখাপড়া কম জানা প্রবাসী এক যুবকের সাথে নদীকে বিয়ে দেয়ার জন্য কথাবার্তা চূড়ান্ত করেন। নদী তাতে বাঁধা দেয়। এ নিয়ে সৎ মায়ের সাথে তার ঝগড়া হয়। পরে ওই মা নদীকে খারাপ কথা বললে সে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নেয়। দুপুর দেড়টায় সদরঘাট থেকে চাঁদপুর অভিমুখে ছেড়ে আসা এমভি ময়ূর-২ লঞ্চে করে ‘নদী’ অজানার পথে ঘর থেকে বেরিয়ে আসে। পরে মতলব উত্তর উপজেলার মোহনপুরের কাছে লঞ্চটি আসলে ‘নদী’ মেঘনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সে নদীতে পড়লে ময়ূর লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিক লঞ্চটি থামিয়ে দেয়। নদীতে থাকা জেলে নৌকার লোকজন তাকে উদ্ধার করে পুনরায় ময়ূর লঞ্চে তুলে দেয়। নদী জানায়, তারা ২ বোন। সে সবার বড়। বর্তমানে ‘নদী’ চাঁদপুর শহরের এক গৃহিণীর বাসায় রয়েছে।