অভিজিত রায় ॥
লঞ্চ দুর্ঘটনায় চাঁদপুরের দুই শিক্ষক ও স্বাস্থ্য বিভাগে কর্মরত ১জন গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। আহতরা হলেন চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, হাইমচর ফারুকই আজম দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমান ও স্বাস্থ্য বিভাগের ধর্মী আসলাম হোসেন গুরুতর আহত অবস্থায় লঞ্চে পড়ে থাকে। লঞ্চে থাকা যাত্রীরা তাদের উদ্ধার কের প্রথমে মুন্সিগঞ্জ সরকারি হাসপাতালে পওে তাজুল ইসলামকে ঢাকা মেডিকেলে ও মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত শিক্ষক তাজুল ইসলামের সাথে ফেনো আলাপ কওে ঘটনার বিবরনে জানা যায়। শুক্রবার রাতে ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে এমভি রিপলের পরিবর্তে এমভি আরিফ মাহামুদ-২ লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে আসার পথে ঢাকার মুন্সিগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পরে। ঢাকা থেকে ছেড়ে আসার ১ঘন্টা পর মুন্সগঞ্জ এলাকায় বালুবাহী বলগেট এমভি আরিফ মাহামুদ-২ কে ্িপছন দিকে সজোওে ধাক্কা মাড়ে। এ দুর্ঘটনায় ১/২জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে লঞ্চে থাকা অন্য যাত্রীরা জানায়।