চাঁদপুর নিউজ রিপোর্ট
বরিশাল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে মা ও স্ত্রী-সন্তানদের নিয়ে লঞ্চযোগে ঢাকা ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা কামাল। কিন্তু কে জানতো পথেই তাদের জন্য যমদূত অপেক্ষা করছে!
গভীর রাত। সবাই লঞ্চের ভিআইপি কেবিনে গভীর ঘুমে আচ্ছন্ন। তখনই আরেকটি লঞ্চ তাদের লঞ্চটিকে প্রচণ্ডগতিতে আঘাত করে। কিছু বুঝে উঠার আগেই লঞ্চের যাত্রীরা দেখতে পান লঞ্চটির এক পাশের চারটি ভিআইপি কেবিন লণ্ডভণ্ড হয়ে যায় এবং কেবিনে থাকা যাত্রীরা সবাই হতাহত হন। লঞ্চেই মারা যান নৌবাহিনীর কর্মকর্তা মোস্তফা কামালের বৃদ্ধা মা সাহানা বেগম (৫৫)। আর গুরুতর আহত তার শিশু সন্তান আবরার শাকিল (৬)কে ঢাকা নেয়ার পথে মারা যায়। এ দুর্ঘটনায় মোস্তফা কামাল নিজে এবং তার স্ত্রীসহ পরিবারের আরো ক’ সদস্যও আহত হন। তারা এখন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবাত-৯ লঞ্চটি বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-৮ লঞ্চটিকে প্রচণ্ডবেগে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই সুন্দরবন-৮ লঞ্চের যাত্রী।