শামছুল আলম॥
পবিত্র হজ্ব ও মহানবী (সা.)-এর প্রতি কুটক্তিকারী ধর্মদ্রোহী আব্দুল লতিফ সিদ্দিকীকে সর্বোচ্চ শাস্তি প্রদানসহ ধর্মদ্রোহিতার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করলেন চাঁদপুরের সর্বস্তরের ওলামা মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দ। আজ ১০ ডিসেম্বর সকাল ১১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল্লাহ নূরীর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বর্তমান বিশ্বে এক শ্রেণির ধর্মদ্রোহী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতদানসহ পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে মারাত্মক বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। সম্প্রতি বহিস্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ্ব ও মহানবী (সা.)-এর প্রতি অবমাননাকর ও বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে দেশের কোটি কোটি তৌহিদা জনতাসহ বিশ্বের সকল মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। এ অবস্থায় আবদুল লতিফ সিদ্দিকীর বিচারে গড়িমসি পরিহার করে তার দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ইসলামদ্রোহিতার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান করে অবিলম্বে আইন প্রণয়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চিশতিয়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ উল্যাহ, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা শামছুল হক নিজামী, পুরাণবাজার ওসমানিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি বিএম মোস্তফা কামাল, শাহাতলি জিলানী চিশতি কলেজের অধ্যাপক সোহাইল আহমদ চিশতি প্রমুখ।