পেঁয়াজ ও চালের পর এবার লবণ নিয়ে হুলুস্থূল চলছে ফরিদগঞ্জে। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার ফরিদগঞ্জ, রূপসা , চান্দ্রাসহ বিভিন্ন বাজারে নারী পুরুষ দলবেঁধে লবণ ক্রয় শুরু করে। জনপ্রতি এক কেজি লবণের পরিবর্তে সকলেই তিন থেকে দশ কেজি পর্যন্ত লবণ কেনা শুরু করে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে তা বিক্রি শুরু করে। বিকেলে ফরিদগঞ্জ বাজারে মুদী দোকান ও ফ্রেশসহ বিভিন্ন কোম্পানীর গোডাউনে ভিড় করে লবণ কিনতে দেখা গেছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। কোনো সংকট নেই। কিন্তু তারপরও ক্রেতাদের থামানো যাচ্ছে না।
ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কবির হোসেন জানান, তার কাছ থেকে সকাল থেকে বিভিন্ন লোক লবণ কেনা শুরু করে। তাদেরকে লবণের সংকট নেই বললেও তারা তা মানছেন না।
এদিকে থানা পুলিশ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির জন্য ৩ জনকে আটক করে। এরা হলো : রূপসা বাজারের ব্যবসায়ী গৌতম সাহা, মহসিন ও গাজীপুর বাজারের ইব্রাহিম।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন উপজেলার গাজীপুর বাজারে লবণের দাম বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৪-এর অনুযায়ী গাজীপুর বাজারের ব্যবসায়ী রতন সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেলে ফরিদগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী আফরোজ লবণ নিয়ে গুজব বিষয়ে মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বাজার মনিটরিংয়ে বের হন। এসময় তার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ প্রেসক্লাবের সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি বিভিন্ন দোকানে গিয়ে লবণ বিষয়ে গুজব বলে নিশ্চিত করেন। একই সাথে অতিরিক্ত দামে বিক্রি না করার জন্য অনুরোধ করেন।