প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে এ ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিমের বিরুদ্ধে এমন অভিযোগ করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী ও তার মা। তবে শিক্ষক এ অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে টিফিন চলাকালীন শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলার পর প্রধান শিক্ষক তার কক্ষ ঝাড়ু দেয়ার নাম করে তাকে রুমে ডেকে নেন। তারপর তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী শিক্ষকের হাত থেকে রক্ষা পেয়ে বই রেখে বাড়িতে ছুটে যায়। সে কান্না জড়িত কণ্ঠে মাকে ঘটনাটি খুলে বলে। শিক্ষার্থীর মা বিষয়টি জেনে বিদ্যালয়ে আসার আগেই চম্পট মারে শিক্ষক মাহবুবুর রহমান সেলিম।
কান্নাজড়িত কণ্ঠে ওই শিক্ষার্থী এ প্রতিবেদককে জানায়, আমারে স্যারে ডেকে নিয়ে ধস্তাধস্তি করে। আমি বাড়ি চলে আইছি, মায়েরে সব কইছি।’
শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে কান্না করতে করতে বাড়ি আসে। ঝাড়ু দেয়ার কথা বলে ক্লাসে ডেকে নিয়েছে। এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীর মা বলেন, স্যারে আমার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেছে।
এদিকে এ ঘটনাকে মিথ্যা দাবি করে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম বলেন, বিদ্যালয়ে টিফিনের সময় আমি শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলেছি। তারপর বাড়ি চলে আসি। সন্ধ্যার পর লাওকোরা গ্রামের কয়েকজন আমাকে বিষয়টি অবগত করেন। তিনি বলেন, স্কুলের দপ্তরি নিয়োগ নিয়ে আমার সাথে এলাকার কয়েকজনের বিরোধ হয়। ওই শিক্ষার্থীকে দিয়ে একটি মহল স্বার্থ হাসিল করতে চায়।