মতলব উত্তরে লেংটার মেলার ৪র্থ দিনে মোটর সাইকেল ছিনতাই কালে ছিনতাইকারী আটক
আরাফাত আল-আমিন : মতলব উত্তর উপজেলায় বদরপুর বেলতলী লেংটার মেলার ৪র্থ দিনে মোটর সাইকেল ছিনতাই কালে স্বপন (২৭) নামে এক ছিনকারী বুধবার রাত ৯টায় উপজেলার হরিনায় আটক করেছে জনতা। ছিনতাইকারী স্বপন মুন্সিগঞ্জ জেলার বাদাম বাড়ি গ্রামের সরদার ইউসুফ এর ছেলে। পরে মতলব উত্তর থানার পুলিশের কাছে সোপর্দ করে। জানা যায়, উপজেলার লুধুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে নাজির উদ্দিন লেংটার মেলা থেকে শ্রীরায়েরচরের উদ্দেশ্যেদুই জন যাত্রী নেয়। যাত্রী নিয়ে মান্দারতলী এলে পিছনের এক যাত্রী ড্রাইভার নাজিরকে মলম লাগায়। শ্রীরায়েরচর পৌছা পর্যন্ত মলম কাজ করেনি। পরে পুনরায় লেংটার মেলার উদ্দেশ্যে ওই যাত্রীরা নাজিরের মোটর সাইকেল ভাড়া নেয়। যাত্রীরা মোটরন সাইকেল ছিনতাইকারী বুঝতে পেরে নাজির আনারপুর স্থানে এসে লেংটার মেলার দিকে না গিয়ে দ্রুত গতিতে হরিনা চৌরাস্তায় এসে ডাক চিৎকার দেয়। তার ডাকচিৎকারে আশ-পাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। একজনকে ধরতে পারলেও আরেকজন পালাতে সক্ষম হয়।
পরে স্থানীয় লোকজন মতলব উত্তর থানায় খবর দিলে এএসআই আমিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে এবং ছিনতাইকারী স্বপনকে আটক করে থানায় নিয়ে যায়।