মিজানুর রহমান রানা
পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর পৌরসভার টুর্নামেন্ট কমিটির আয়োজনে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি এসময় ুদে শিার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ইতিহাসকে তোমাদের জানার জন্য এ ফুটবল খেলার আয়োজন। এর মাধ্যমে তোমরা সঠিক ইতিহাস জানতে পাবরে। শিা ছাড়া কোনো জাতি অগ্রসর হতে পারে না। শিার সাথে সাথে খেলাধুলাও অতিব জরুরী। তোমরা মনে রাখবে লেখাপড়া ও খেলাধূলা একে অপরের পরিপূরক। তাই তোমাদের শরীর ও মন সুন্দর রাখতে খেলাধূলাও চালিয়ে যাবে। বর্তমান সরকার স্বাধীনতার মূল্যবোধ সকলের মাঝে তুলে ধরতে সরকার চেষ্টা করে যাচ্ছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিা কর্মকর্তা শেখ শাহীদা আক্তারের সভাপতিত্বে ও ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক মোস্তফা কামাল বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার আবুল বাশার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোস্তাক আহমেদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা স্কাউট সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর কাউন্সিলর মাহফুজ বেপারী। সভায় স্বাগত বক্তব্য রখেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরান বাজার ২নং বালক প্রাথমিত বিদ্যালয়কে উত্তর শ্ররামদী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হারিয়ে চেম্পিয়ন হয়। অন্যদিকে বঙ্গমাতা ফজিলাতুনেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-০ গোলে রেলওয়ে কেভেনজার্স প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পলি রানী, পুরান বাজার ২নং বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন মিয়াজী, উত্তর শ্ররামদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়াজী, রেলওয়ে কেভেনজার্স প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, স্কুল কমিটির সভাপতি শাহ আলম মল্লিক, যুবলীগ নেতা অরুপ কর্মকার, গাজী আব্দুল গণি, কামাল হোসেন খান লালু, আব্দুল খালেক পাটওয়ারী। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাবুদ্দিন পাটওয়ারী ও মো: মনির হোসেন।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।