লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, বিদ্যালয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। তিনি বক্তব্যে বলেন পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চাও প্রধান একটি বিষয়। ক্রীড়া মানুষকে সুস্থ, সুন্দর ও কর্মদীপ্ত রাখতে সহযোহিতা করে। তোমর পড়ালেখার পাশাপাশি অবসর সময় ক্রীড়া চর্চা চালিয়ে যাবে। এতে করে তোমাদের সময় অপচয় রোধ সহ নিজেও সুন্দর ও সুস্থ থাকবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, একটি কথা মনে রাখবে শুধু পড়ালেখায় ভাল হলেই সকল কিছু অর্জিত হয়। তোমাকে নীতি নৈতিকতা, ভাল ব্যবহার, সঠিক পথে চলাচল, বড়দের শ্রদ্ধা করা এবিষয়ক গুলোকে ধারন ও লালন করে গড়ে ওঠতে হবে। তোমরা আমাদের দেশের দিকে তাকালে দেখবে নারীদের জয়জয়কার। দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদের স্পিকার, আমাদের সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী সকলেই নারী। তাই তোমারা দেশের ভাবিষ্যত আমি মনে করে তোমরাও একটি দেশেল নেতৃত্বে আসবে। তাই সেই ভাবে গড়ে ওঠার চেষ্টা করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিকেল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মাসুদ ভূঁইয়া, শিক্ষানুরাগী সদস্য প্রবীন রাজনীতিবিদ মোঃ নুরুল হক বাচ্চু মিয়াজী, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, জেলা চেম্বারের সিনিয়ার সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী। অনুষ্ঠানে ধারা বর্ননায় ছিলেন সহকারী শিক্ষক বদরুল হক, রোজিনা সুলতানা, আক্তারুন্নেছা ও পলিরানী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাছরিন আক্তার, সহকারী শিক্ষক সনঞ্জয় আচার্য্য, পার্থ প্রতীম দে, লক্ষণ চন্দ্র রায়, শামছুর নাহার, উম্মে আফসানা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার, গীতা পাঠ করেন নবম শ্রেনির ছাত্রী পুষ্পা পোদদ্দার। প্রতিযোগিদের শপথ বাক্য পাঠ করান সানজিদা আক্তার।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।