প্রতিনিধি চট্টগ্রামের লোহাগড়ায় এস.আই মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের লোহাগড়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোস্তফা কামালকে তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সংহাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি উপজেলার সহাই গ্রামের মৃত আবদুর রশিদ মোল্ল¬ার পুত্র। দুই সন্তানের জনক এসআই মোস্তফা কামালের লাশ বাড়িতে পৌছালে চারিদিকে কান্নার রোল পড়ে যায়। সমবেদনা জানাতে শোকসন্তপ্ত পরিবারের কাছে ছুটে আসেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার, চাঁদপুর সদর থানার ওসি। এছাড়াও এসআই মোস্তফা কামালের কর্মস্থল লোহাগাড়া থানা থেকে ছুটে আসেন এসআই আবদুল জলিল, এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারি, এ,এসআই মশিউর রহমান, এএসআই জাহাঙ্গীর সহ অনেকে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মোস্তফাকে একনজর দেখতে ভীড় জমায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম বলেন এসআই মোস্তফা কামাল লোহাগড়া থানার সবচেয়ে চৌকস পুলিশ অফিসার ছিলেন। তাকে হারিয়ে আমার মনে হচ্ছে আমি যেন আমার একটি সন্তানকে হারালাম, ডিপার্টমেন্ট হারাল একজন চৌকস পুলিশ অফিসার, দেশ হারাল তার এক কৃতি সন্তানকে, তিনি আরো বলেন সকলের কাছে আমার পক্ষথেকে অনুরোধ, পেশাগত দায়িত্ব পালনের সময় কোন কারণে কেউ যদি এসআই মোস্তফা কামালের কোনরুপ ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ পূর্বক তাকে ক্ষমা করে দিবেন এবং তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবেন।
এসআই মোস্তফা কামালের মা, স্ত্রী-সন্তানদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার, শোকসন্তপ্ত পরিবারের সাথে দীর্ঘক্ষন সময় কাটান, এবং তিনি সবসময় পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার ঘোষণা দেন এবং ভবিষ্যতে সবসময় এসআই মোস্তফা কামালের মা, স্ত্রী-সন্তানদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ায় গত ৬ই এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনা ঘটে। এসআই মোস্তফা কামাল থানা থেকে মোটরসাইকেল যোগে বটতলীর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে চট্টমেট্রো-ন ১১-৩৬৭৬ নাম্বার দ্রুতগামী পিকআপটি তাকে সামনা-সামনি ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়েন এসআই মোস্তফা কামাল, এতে তিনি পা ও হাতে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশেষে এ্যাম্বুলেন্সে ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়, গত ৭ই এপ্রিল দূর্ঘটনায় থেতলে যাওয়া ডান পা কেটে বাদ দেওয়া হয় এবং এসআই মোস্তফা কামালের অবস্থার অবনতি ঘটলে ১১ই এপ্রিল থেকে স্কয়ার হাসপাতালের আই সি ইউতে লাইফ সাপার্টে রাখা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ দিন লাইফ সাপার্টে থাকার পর ২৪ এপ্রিল রাত আনুমানিক ৯টায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি।