মিজানুর রহমান রানা
সামাজিক নিরাপত্তা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড (ল্যাস্প)’র আয়োজনে এবং আইসিডিডিআরবি’র সহযোগিতায় শ্রমজীবীদের জন্য সমবায় ভিত্তিক স্বনির্ভর স্বাস্থ্যসেবা প্রকল্প কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে সামাজিক নিরাপত্তা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড (ল্যাস্প)’র এ কার্যক্রম কমিউনিটিতে বেশ জোরালো ভূমিকা রাখবে। তিনি বলেন, আমি মনে করি ল্যাস্পের উদ্যোগে এসব কার্যক্রমে সাধারণ মানুষজন কমমূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে। এেেত্র তাদের কিছু চ্যালেঞ্জও রয়েছে। কার্যেেত্র এসব চ্যালেঞ্জকে কাটিয়ে আশা করছি ল্যাস্প এ অঞ্চলের গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্রতী হবে। তিনি আরো বলেন, আরিক অর্থে শ্রমজীবীদেরকে এই সমিতিতে সম্পৃক্ত করে জনগণের জন্যে সেবামূলক কাজ করে যেতে পারলে চাঁদপুর জেলার মানুষ উপকৃত হবে।
সোমবার চাঁদপুর প্রেসকাবস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে শ্রমজীবীদের জন্য সমবায় ভিত্তিক স্বনির্ভর স্বাস্থ্যসেবা প্রকল্প কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন এসব কথা বলেন। সঞ্চিতা চক্রবর্তীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন আইসিডিডিআরবি’র ইকনমিক ইউনিটের হেড হেলথ অফিসার ডা. জাহাঙ্গীর এ এম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, ল্যাস্পের সভাপতি মো. আবুল কালাম মিয়া, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আশরাফ আহমেদ চৌধুরী, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহসিন আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা শেখ কামরুল হোসেন, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান প্রমুখ। কার্যক্রম প্রতিবেদন পাঠ করেন মিসেস সেলিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. শাকিল হোসাইন, গীতা পাঠ করেন রতেœশ্বর হরিদাস রতন।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।