সংবাদদাতা: চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া এমদাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসার দাওরায়ে হাদিস ইফতা হিফজ সমাপনী ছাত্রদের দস্তারে ফযীলত প্রদান উপলক্ষে ২০ ফেব্রুয়ারি শনিবার ১০৪তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
পুরাণবাজার দোকানঘর জাফরাবাদ মাদরাসা মাঠে বাদ আছর থেকে শুরু হবে এ মাহফিল।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকা বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও বিক্রমপুর রি-রোলিং মিলস এবং এসকেএইচ বন্দর রিয়েল এস্টেট লিমিটেড, চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হারুন অর রশীদ শেখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
তাসরিফ আনিবেন পীরে কামেল ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ (দা.বা), প্রবীন আলেমে দ্বীন মাওলানা শফিকুল ইসলাম (সিনিয়র শিক্ষক বরুড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা), মাওলানা মুফতি সালমান সাকি ইমাম ও খতিব ট্রেড সেন্টার জামে মসজিদ গুলিস্তান ঢাকা।
এদিন বাদ আসর খতমে বুখারী অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদিগকে উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দ্বীনি দাওয়াত দিয়েছেন মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা জাফর আহমাদ।
চাঁদপুরনিউজ/এমএমএ/