চাঁদপুর জেলার সাত, লক্ষ্মীপুর জেলার পাঁচ ও নোয়াখালী জেলার একটিসহ মোট ১৩টি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। এই ৩৯ জনের শপথ অনুষ্ঠান গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শপথবাক্য পাঠ করান সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থকে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইব্রাহীম খলিল। এরপর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। বাইবেল পাঠ করেন মনীন্দ্র বর্মন ও ত্রিপিটক পাঠ করেন চাঁদপুর বিতর্ক একাডেমীর অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। এরপর স্বাগত বক্তব্য রাখেন দীপক চক্রবর্তী, অতিরিক্ত সচিব (পরিচালক), স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম। এরপর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। প্রথমে শপথগ্রহণ করেন ১৩ জন চেয়ারম্যান। এরপর ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং সর্বশেষ ১৩ জন ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
শপথগ্রহণকারী ৩৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন : চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা; ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম; হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন; শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিরান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার; কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম; মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা বেগম এবং মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান এইচএম গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ রহমত উল্লাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার; রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার; রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম; রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহীদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা; কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার। এছাড়া নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, ভাইস চেয়ারম্যান ওবায়েদ উল্যাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এঁরা শপথগ্রহণের পর এঁদের প্রত্যেককে একে একে ফুল দিয়ে বরণ করে নেন এবং অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং বিভাগীয় কমিশনার আবদুল মান্নানসহ অন্য অতিথিরা। এরপর শপথ গ্রহণকারীদের মধ্য থেকে তিনজন অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এঁরা হচ্ছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার এবং নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ বিপ্লব। এরপর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান শপথগ্রহণকারী এই ৩৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। সবশেষে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান সমাপনী বক্তব্য রাখেন।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী। এছাড়া চাঁদপুর জেলার আট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাঁদপুরসহ বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন। সবমিলিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
