নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হুমায়ূন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন।
এছাড়া আহতও হয়েছেন অনেকে। এ ঘটনায় মানিক-৪ লঞ্চের ব্যাপক ক্ষতি হয়েছে এবং চাঁদপুর গামী বোগদাদিয়া-১৩ লঞ্চের তেমন ক্ষতি হয়নি বলে চাঁদপুর নৌ-থানা অফিসার ইনচার্জ মো:আবু তাহের খান জানান। বোগদাদিয়া-১৩ লঞ্চের সামনের অংশের ধুমড়ে মুচরে গেলে ও লঞ্চের কোন যাত্রীর ক্ষতিসাধন হয়নি বলেও জানান,চাঁদপুর নৌ-থানা অফিসার ইনচার্জ।
তিনি বলেন, বোগদাদিয়া-১৩ লঞ্চটি ঘটনা ঘটিয়ে ভোর রাতে চাঁদপুর যাত্রী নামিয়ে দিয়ে হাইমচর চলে যায়।
শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক।
মোস্তাফিক জানান, আনুমানিক রাত ২টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। কুয়াশা কমলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
‘ঘটনার পর দ্রুত দু’টি লঞ্চ গন্তব্যে চলে যাওয়ায় জব্দ করা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
নিহত হুমায়ূন শরীয়তপুর জেলার রামভদ্রপুর গ্রামের মৃতু আব্দুল হাইয়ের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় কিংবা নিখোঁজদের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।