প্রতিনিধি=
গুলিবিদ্ধ শরীফ মোঃ ইউনুছকে দেখতে গত রোববার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ অনেকে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর অবরোধ চলাকালীন চাঁদপুরে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের বর্বরোচিত হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ মোঃ ইউনুছ। গুলিবিদ্ধ অবস্থায় চাঁদপুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার এপোলো হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে জরুরি অস্ত্রোপচারের জন্য গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ডাঃ সৈয়দ সায়েদ আহমদের তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন।