মিজানুর রহমান রানা
বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর মুখ্য অঞ্চলের আয়োজনে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন গতকাল সোমবার সকালে চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লার মহাব্যবস্থাপক এটিএম আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের অনুসৃত দিক নির্দেশনায় শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ কার্যক্রমকে অধিকতর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের কৃষকদের সহযোগিতায় ব্যাংকের সকলকে আন্তরিকতার হাত বাড়িয়ে দিতে হবে। অত্যন্ত সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, কৃষি ব্যাংকের সার্বিক কার্যক্রম গর্ব করার মতো। কারণ, এই ব্যাংক গ্রাম বাংলার মানুষের জন্যে নিরলস কাজ করে থাকে। অনেকেই অন্য ব্যাংক থেকে এ ব্যাংকে এসে একজন দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় আগের চেয়ে ব্যাংকের কাজের পরিধি অনেক বেড়েছে। শাখা পর্যায়েও এখন ব্যস্ততা প্রচুর। এর মধ্যে আমাদের প্রচেষ্টা থাকবে গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ সেবা প্রদান করা।
বিকেবি মুখ্য আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক সামীম আহ্মেদ খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহীদুল্লাহ। এ সময় তিনি বলেন, চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে কঠোর পরিশ্রম ও পরিকল্পনা অনুযায়ী সঠিক খাতে ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রা প্রতিশ্রুতি অনুযায়ী অর্জন নিশ্চিত করতে হবে। যাতে চাঁদপুর অঞ্চলের প্রতিটি শাখা লাভজনক পর্যায়ে যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেবি বিভাগীয় কার্যালয় কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ও চাঁদপুর মুখ্য অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মির্জা এএইচএম ইকবাল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার ২৮টি শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পুরাণবাজার শাখার কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বশির আহমেদ, আবুল হোসেন, নাউরি শাখার কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন ও চরভৈরবী শাখার ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমান।