চাঁদপুর নিউজ রিপোর্ট =
চাঁদপুর শহরেরর ওয়ারলেছে এনায়েতনগর ১৩নং ওয়ার্ডে সম্পত্তিগত বিরোধে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। জানা যায়, শহরের ওয়ারলেছ এলাকার ভেতরে এনায়েতনগর ১৩নং ওয়ার্ডে স্থানীয় ছৈয়াল বাড়ি ও একই এলাকার খান বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। সেই শত্র“তার জের ধরে গত ১৮ নভেম্বর সকালে সীমানা পিলার কেন্দ্র করে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
ছৈয়াল বাড়ির আহত বশির জানায়, তাদের সম্পত্তির বিষয়ে স্থানীয় বিচারকরা বসে সীমানা নির্ধারণ করে দেয়। কিন্তু খান বাড়ির আঃ রহমান রাতের আঁধারে সীমানা পিলার উঠিয়ে আমাদের বসতবাড়ির সীমানাতে পুতে রাখে। পরবর্তিতে আমরা আমাদের কাজের জন্য ঢালাই শুরু করলে রহমান ও তার ভাই নূরু সিএনজি থেকে নেমে বাশার, রহিম, মুনছুর, লতিফ, রুহুল আমিনসহ আরো কয়েকজনকে ফোন করে এনে বশির, কাদির, জয়নাল, সুরাইয়া ও জোৎস্ন্যার উপর দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। এ বিষয়ে ছৈয়াল বাড়ির বশির বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে। অপরদিকে খান বাড়ির আঃ রহমান জানায় সে একজন সিএনজি চালক তার ভাই নূরুর এক হাত নেই সে শারিরীক প্রতিবন্ধি। গত ১৮ নভেম্বর সকালে সম্পত্তির বিষয়ে স্থানীয় বিচারকদের মিমাংসাকৃত নির্ধারিত সীমানা পিলার ছৈয়াল বাড়ির বশির, হারুন উঠিয়ে ফেলে। এ বিষয়ে আঃ রহমান পিলার উঠানোর কারণ জিজ্ঞাসা করলে ছৈয়াল বাড়ির বশির, হারুন, কাদির নাছির ও বাড়ির মহিলারা আঃ রহমানকে একা পেয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। রহমানের চিৎকারে স্থানীয় সোহাগ খলিফা, ভাই নুরু, রাছেল, আবুল বাশার এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।