শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের ওয়্যারলেছ বাজার এলাকায় খান মটরসের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় ১১লক্ষ টাকার টায়ার লুট করে নেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক পারভেজ খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দোকানে চারটি তালা ভেঙ্গে মালমাল লুট করার ঘটনার ৪দিন পরেও আসামীদের পুলিশ গ্রেফতার না করতে পাড়ায় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, খান মটরসের মালিক পারভেজ খান ওয়্যারলেছ বাজার ফরিদগঞ্জ রোডের আল আকস্া হোটেল এন্ড রেস্টুরেন্টের বিপরিত দিকে সোনালী ব্যাংকের কর্মচারী মহীউদ্দীন মালিকানাধীন একটি দোকান ৩বছর পূর্বে ভাড়া নিয়ে বিভিন্ন টায়ার ব্যবসা করে আসছে। গত ২৭মার্চ রবিার প্রতিদিনের ন্যয় দোকান বন্ধ করে পারভেজ খান বাসায় যায়। এই দিন গভীর রাতে এলাকার চিহ্নীত চোর চক্ররা পরিকল্পিত ভাবে দোকানের ৪টি তালা ভেঙ্গে ১১লক্ষ টাকার মাল পিকাপ ভ্যান যোগে লুট করে নিয়ে যায়। ঘটনার পর দিন খবর পেয়ে পারভেজ দোকানে এসে এই চুরির ঘটনা দেখতে পেয়ে একটি অভিযোগ দায়ের করেন। চাঁদপুর মডেল থানা এসআই অনুপ চক্রবর্ত্তী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনা দিন খান মটরস সংলগ্ন মুন্সি বাড়ী রাস্তার প্রবেশ মুখে চায়ের দোকানদার মজিব মোল্লা ও ভাসানি গাজীসহ কয়েকজন গভীর রাতে দোকানের সামনে একটি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকতে দেখেন। রাত গভীর হলেই চোর চক্ররা দোকানের তালা ভেঙ্গে টায়ার গুলো পিকআপ ভ্যান যোগে নিয়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, এ এলাকার মোরাশফ গাজী, জসিম মৃধা ও বরকান্দাজ বাড়ীর মুন্নাকে ঘটনার দিন রাতে খান মটরস দোকানের সামনে আশাযাওয়া করতে দেখা যায়। এ চুরির ঘটনার সাথে তাদরে সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেন। তাদেরকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে সচেতন মহল মনে করে।