শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে জেলা প্রশাসকের বন্দোবস্তকৃত খাসজমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মোঃ মাসুদ বেপারীকে দখল বুঝিয়ে দেওয়ার সময় পতিপক্ষরা সরকারি কজে বাঁধা প্রদান করে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল বুঝিয়ে দেওয়ার সময় সংঘর্ষের আশংঙ্খা দেখা দেয়। এ সময় মডেল থানার এসআই আনিস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৯১ নং মিউনিসিপ্যালিটি মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৬৩২ দাগের দেড় শতক ভূমি স্ট্রান্ড রোডের মৃত তাজুল ইসলামের ছেলে মাসুদ বেপারী জেলা প্রশাসকের কাছ থেকে স্থায়ী বন্ধবস্থ নেয়। কিন্তু সেই জায়গা দির্ঘদিন যাবত চৌধুরী ঘাটের ব্যাবসায়ী জামতলার সহিদ খাঁন ও তার ছেলে কবির দখল করে নিজেরা দখলে নিয়ে গোডাইন তৈরি করে। সে জায়গার দেড় শতাংশ বন্দোবস্তকৃত খাসজমিজেলা প্রশাসকের সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশরাফুল করিমের নিদেশ্যে এলএ শাখা,জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর সার্ভেয়ার মোঃ মোস্তফা কামাল এবং এ কার্যালয়ের সার্ভেয়ার স্াজ্জাদ হোসেনকে নিযুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল দিতে বলা হয়। দুপুর ১২ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাসুদ বেপারীকে দখল বুঝিয়ে দেওয়ার সময় সহিদ খাঁনের লোকজনের সাথে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের আশংঙ্খা দেখা দেয়। পরে সার্ভেয়ারা দেড় শতক জায়গায় সিমানা পিলার বসিয়ে দেয়। পরে সহিদ খাঁন চাঁদপুর থানায় এসে মাসুদ বেপারীর বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগ দায়ের করেন।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।