স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ জিটি রোড উত্তর আখন বাড়ির সম্মুখে মৃত. ছলেমান মুন্সির পুত্র হানিফ মুন্সি ও শামছুদ্দিন ভূঁইয়ার স্ত্রী সাফিয়া আক্তার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী একই এলাকার মৃত. আদিল উদ্দিন আখন্দের পুত্র লিয়াকত আলী আখন্দ জানায়, উক্ত ভূমী আমি পৈত্রিক সূত্রে মালিক। কিন্তু ছলেমান মুন্সির পুত্র হানিফ মুন্সি গংরা খোরশেদ আলম খোকন ডাক্তারের কাছ থেকে বায়না সূত্রে ৬৫৪ দাগে ৯ শাতাংশ জমি ১৭ মে ১৯৯৫ ইং তারিখে মালিক হয়ে ৯৫৫ দাগে ভোগদখল করে আসছে। অথচ ৯৫৫ দাগে তাদের কোন সম্পত্তি নেই। এই সম্পত্তি আমি পৈত্রিক সূত্রে মালিক। উক্ত সম্পত্তি নিয়ে হানিফ মুন্সি ও সাফিয়া আক্তার বাদি হয়ে চাঁদপুর আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা করে, যার নং- ৮১/১৪। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। কিন্তু বাদি নিজেই আদালতের উক্ত আদেশ অমান্য করে ওই ভূমীতে এলাকার বেশ কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজনদের সাথে নিয়ে গতকাল দালান নির্মানের কাজ শুরু করে। খবর পেয়ে আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর মডেল থানায় সরনাপন্ন হলে মডেল থানার এসআই বাপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু পুলিশের নিশেধাজ্ঞা উপেক্ষা করে ওই স্থানে স্থাপনা তৈরী করতে দেখা যায়। উক্ত ব্যাপারে অভিযোগকারী লিয়াকত আলী সুস্থ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।