শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের জিটি রোডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর হামলায় সফিক ছৈয়াল (৩২) নামে এক বাস চালক যুবকের চোখ হারাতে বসেছে। গুরুতর আহত অবস্থায় সে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে যন্ত্রনায় ছটপট করছে। গত রবিবার বিকেল সাড়ে ৪ টায় জিটি রোডের সামু গাজির বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবকের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় সৌদি প্রবাসী আহসান মুন্সি ও হোসেন মুন্সিকে বিবাদী করে মামলা দায়ের করে।
জানা যায়, জিটি রোডে অপরের সম্পত্তি দখল নিয়ে দোকানের সামনে সৌদি প্রবাসী আহসান উল্লা মুন্সির ভাই হোসেন মুন্সি বাস চালক সফিক ছৈয়ালের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়। এ সময় সৌদি প্রবাসী আহসান উল্লাহ মুন্সি দৌড়ে এসে ভাই সহ বাস চালক সফিক ছেয়ালকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের অস্ত্রের আঘাতে সফিক ছৈয়ালের এক চোখ গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। আহতকে হাসপাতালে নিয়ে আসার পর প্রবাসী আহসান উল্লা লোকজন সহকারে পুনরায় হাসপাতালে এসে আহতদের পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তারা রক্ষা পায়।