মিজানুর রহমান রানা/এম এ আকিব,
চাঁদপুর শহরের পুরান বাজার থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জামাল খাঁ ওরফে জামাল চোরাকে আটক করেছে পুরান বাজার ফাড়ি পুলিশ।
গতকাল শুক্রুবার সন্ধায় পুরান বাজার ফাড়ির ইনচার্জ মাহাবুব মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে পুরান বাজার মধ্য শ্রীরামদি মধুসুধন স্কুল মাঠের কোনা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, আটক জামাল খাঁ ওরফে জামাল চোরার অত্যাচারে দির্ঘদিন ধরে এলাকা বাসি অতিষ্ঠ হয়ে দিন কাটাচ্ছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, মাদক দ্রব্য নিয়ন্তন আইনে মামলা, জিআর, দুই বছর সাজা ভুক্ত মামলাসহ বেস কয়েকটি মামলা রয়েছে। তাকে আটকের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে।
এছাড়াও বৃহস্পতিবার মডেল থানার উপ পরিদর্শক মোঃ ওমর ফারুকর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে উত্তর শ্রীরামদি রেলওয়ে কলোনী থেকে মৃত হারুনুর রশিদের ছেলে মুজাম্মেল হোসেন মুছা নামে এক মাদক মামলার আসামিকে আটক করে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।