চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দালাল চক্ররা চালাচ্ছে দেহ ব্যবসা। কয়েকটি প্রতারক চক্র সুন্দরী যুবতিদের সাথে নিয়ে অসহায় মানুষদের ডেকে নিয়ে আটকে রেখে প্রতারনা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। চাঁদপুরের অন্যান্য উপজেলা থেকে আসা অপরিচিত যুবক যুবতি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শহরে ফাট বাসা ভাড়া নিয়ে দেদার্সে চালাচ্ছে দেহ বানিজ্য। বিদেশ থেকে আসা যুবক ও গ্রাম-গঞ্জের অসহায় মানুষদের রং নাম্বারে মোবাইলে পটিয়ে দেখা করার নাম করে বাসায় এনে সুন্দরী যুবতিরা তাদের প্রতারক চক্রদের মাধ্যমে প্রতারনা করে আটকে রেখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্ররা বিক্যাশের মাধ্যমে টাকা এনে আটক করা অসহায় ব্যাক্তিদের অবশেষে মুক্তি দেয়। তেমনি এক ঘটনা ঘটেছে গত সোমবার রাত ৯টায় মাদ্রাসা রোডের স্বনামধন্য এক ব্যবসায়ীর বাড়িতে। বিষ্ণুদী মাদ্রাসা রোডের এলাকার নবনির্মিত ফাট বাসায় ২য় তলায় ভাড়া নেয়। সে তার বাসায় পতিতাদের এনে দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার খবর শুনে বাড়ির মালিক তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সে বাসা না ছেড়ে প্রতিদিন অনৈতিক কর্মকান্ড চালিয়ে যায়।
ঘটনার দিন রাতে বাগাদী ইউনিয়নের ছেরাজুল মিজির ছেলে সিএনজি চালক খলিল মিজি (৩০) মৈশাদী রুবিনা (৩০) নামের এক মেয়েক সিএনজিতে করে ভাড়া নিয়ে মাদ্রাসা রোডে আসে। এসময় তাকে ভাড়ার টাকা দেওয়ার কথা বলে ২য় তলায় বাসায় নিয়ে যায়। সেখানে দুই প্রতারক যুবক সিএনজি চালককে আটকে রেখে নগ্ন অবস্থায় মোবাইলে ছবি তুলে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। প্রতারক বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা সিএনজি চালকের বাড়ি থেকে আনার পর তাকে মুক্তি দেয়। পরে ঘটনা জানাজানি হলে সিএনজি চালকের লোকজন এসে প্রতারক এর কাছ থেকে টাকা আদায় করে। এই ঘটনা জানতে পেরে বাড়ির মালিক ঐ দিন রাতেই প্রতারক ও তার স্বজনদের বাড়ি থেকে নামিয়ে দেয়। এভাবেই চলছে চাঁদপুর শহরের ফ্ল্যাট বাসায় চলছে অনৈতিক কর্মকান্ড।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।