শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে উত্তর পার্শ্বের হাজীর বাড়ির সংলগ্ন বেপারী বাড়ির সামনে খেলার ছলে দু শিশু ডোবাতে পরে করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। ডোবা পানি থেকে শিশু মিনা আক্তার (৬) ও নিহাদ (৫) কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষনা করে।
জানা যায়, বঙ্গবন্ধু সড়কে হাজী বাড়ির কাছে দীর্ঘদিন যাবত একটি বাড়িতে মিনা আক্তারের বাবা বাসা ভাড়া নিয়ে থাকতো। তার বাড়ির পাশে বেপারী বাড়ির কাশেম বেপারীর মেয়ে শিশু নিহাদের সাথে প্রতিদিন মিনা খেলাধুলা করতেন। বৃহস্পতিবার বিকেলে তারা দুজন এক সাথে বাসা থেকে বের হয়ে বেপারী বাড়ির পাশে একটি বিলে খেলা করছিল। এসময় বিলের পাশে একটি ডোবায় তারা দুজনই হঠাৎ করে পা পিচ্ছিল করে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। দূর থেকে কয়েকটি শিশু দেখতে পেয়ে ঘটনাটি বেপারী বাড়ির লোকজনকে জানায়। পরে শিশুদের পরিবারের লোকজন খবর পেয়ে ডোবা পানিতে ডুবিয়ে অবশেষে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে নেয়ার পূর্বেই দুই শিশুর করুন মৃত্যু হয়। মৃত্যুর খরব শুনে তাদের পরিবারের লোকজন হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়েন এসময় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। হাসপাতালের ডাক্তার তাদেরকে দুজনকে মৃত ঘোষনা করার পর তাদের দুজনকে দুটি রিক্সা যোগে বাড়িতে নিয়ে যায়। পরে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। এ দু শিশু একই সাথে পানিতে পরে করুন মৃত্যু হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।