শহর প্রতিনিধি
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার জামিয়া মাদানিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দারোয়ান আবুল কালাম (৫৫) তার নিজের ঘরে বৃদ্ধ মহিলাকে আটকিয়ে রেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গত মঙ্গলবার রাতে মাদ্রাসার দারোয়ান থাকার ঘরে এ ঘটনা ঘটে।
এসময় বৃদ্ধা ঘরের দরজা খুলে দৌঁড়ে বেরিয়ে এসে ঘটনাটি কয়েকজনকে অবহিত করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে বাসস্ট্যান্ড মাদ্রাসা থেকে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে আসে। বৃদ্ধা মহিলা জানায়, বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সে ব্যাংক কলোনীর মডার্ন কিন্ডার গার্টেনের মালিক জাহাঙ্গীরের ফ্ল্যাক্সিলোডের দোকানে গত ১৫ দিন পূর্বে মোবাইলে লোড করার জন্য যায়। সেখান থেকে লম্পট আবুল কালাম মোবাইল নাম্বারটি সংগ্রহ করে ফোন করে ইভটিজিং করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আবুল কালামকে জিজ্ঞাসা করলে সে ফোন করেনি বলে জানায় এবং মাদ্রাসার দারোয়ানের থাকার রুমে কথা বলার নাম করে নিয়ে দরজা তালা মেরে রাখে। মান সম্মানের কথা চিন্তা করে ডাক চিৎকার না দিয়ে ঘরের ভিতরে বসে থাকে। এশার নামাজের পর আবুল কালাম ঘরের ভিতর ঢুকে ধর্ষণ করার চেষ্টা করলে দরজা খুলে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। চাঁদপুর মডেল থানার পুলিশ কর্মকর্তাকে জানালে তিনি মাদ্রাসা থেকে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।