স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরে বিষ্ণুদী রোডে রফিক গাজীর পুত্র সুরুজ গাজী একই এলাকার খলিল গাজীর পুত্র দুলাল গাজী সহ ১০ জনকে বিবাদী করে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্ঠা করছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ কারী দুলাল গাজী জানায়, সুরুজ গাজী তার আর্জিতে উল্লেখ করে ফজল গাজীর নিকট আত্মীয় সুরুজ গাজী। তিনি অসুস্থ থাকার কারনে তাহার দেওয়ানি মোকাদ্দমা নং- ৪৮/১৬ মামলাটি সুরুজ গাজীকে পরিচালনার দায়িত্ব দেয়। এই ঘটনা নিয়ে আমাকে ও অন্যান্যদেরকে জড়িয়ে সুরুজ গাজী মিথ্যা বানোয়াট বক্তব্য লিখে আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আমাদেরকে হয়রানি চেষ্ঠা করছে। মামলায় উল্লেখ করা হয়েছে যে, আমাদেরকে এলাকাবাসীর মাধ্যমে বৈঠকে ডাকা হয়। যা আদো সত্য নয়। এমনকি আমরা সুরুজ গাজীকে রাস্তায় পেয়ে মারধর ও প্রাণ নাশের হুমকি দেই। এটিও মিথ্যা ও বানোয়াট। অথচ সুরুজ গাজী ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। যা সিআর- ১০২/১৭, দেওয়ানী মামলা- ৪৮/১৬ সহ নারী শিশু ও মাদকের মামলা রয়েছে। সম্প্রতি উক্ত ব্যক্তিরা এলাকার এক প্রাবাসীর স্ত্রীকে তার বৃদ্ধা শাশুড়ী, শিশু সন্তান ও মালামাল সহ তাদের বসত ঘর থেকে উচ্ছেদ করে দেয়। যা স্থানীয় কয়েকটি পত্রিকায়ও প্রকাশিত হয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সুরুজ গাজীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করে। বর্তমানে তারা সেই মামলায় জামিনে রয়েছে। তারা এলাকার কোন প্রকৃতির তা এলাকাবাসীই ভালো বলতে পারবে। আমরা উক্ত ব্যক্তির মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।