শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোণী মুনশিবাড়ীতে রান্না ঘরে পাক করাকে কেন্দ্র করে পাষন্ড ভাড়াটিয়া গরম পানি নিক্ষেপ করে শিশুর শরীর জ্বলসে দিয়েছে। মৃত্যুর যন্ত্রনায় আত্ম চিৎকারে ২ বছরের শিশু আমির হোসেন বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় শিশুর মা ফাতেমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
ঘটনার বিবরনে জানাযায়, বিষ্ণুদী ব্যাংক কলোণী মুনশিবাড়ীতে মানিক মুনশির ভাড়াটিয়া মোশারফ খানের স্ত্রী ফাতেমা বেগম গত ২৯ ডিসেম্বর দুপুরে পাশের ভাড়াটিয়া চুলায় দেওয়া গরম পানি নামিয়ে নিজের রান্নার অন্য কাজ করতে থাকে। এ সময় পাষন্ড ভাড়াটিয়া শামছু বেগম ও তার মেয়ে লিংকু আআক্তার ক্ষিপ্ত হয়ে একই মালিকের চুলায় রান্নাকারি পাশের কক্ষের ভাড়াটিয়া ফাতেমা বেগমের শিশু আমির হোসেনের গায়ে গরম পানি নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে শিশুটির মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংগ জ্বলসে গিয়ে চামড়া উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। দীর্ঘদিন সে চিকিৎসারত থাকলেও যারা এ পাষন্ড আচরণ করেছে তারা কেউ শিশুটির খোজ খবর নেয়নি। শিশুটির বাবা রাজমিস্ত্রি কাজ করে কোনরকম তার সংসার খরচ চালায়। পারিবারিক অভাব অনটনের কারনে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পারেনি। এ ঘটনায় শিশুটির মা গত বুধবার রাতে চাঁদপুর মডেল থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ বিষয়ে স্থানিয় এলাকাবাসি জানায় এ কেমন বর্বরতা হয়েছে ব্যাংক কলোণীতে। সামান্য রান্না করতে বিলম্ব হওয়ায় পাষন্ড ভাড়াটিয়া গরম পানি ছোড়ে শিশুটির গা জ্বলসে দিয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন এলাকাবাসি।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।