স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের ষ্ট্যান্ড রোডের আবাসিক এলাকায় চামড়া গুদামজাত করায় পচাঁ দূর্গন্ধে জনদূর্ভোগ চরমে ওঠেছে। জনদূর্ভোগের কথা তোয়াক্কা না করে চামড়া ব্যবসায়ী এমদাদ পাটওয়ারী সাটার বিহীন খোলা একটি গ্যারেজে চামড়া গুদামজাত করে। গতকাল রাতে ষ্ট্যান্ড রোডের পাটওয়ারী ম্যানশান গলিতে গিয়ে দেখা যায় এমদাদ পাটওয়ারীর নির্দেশে তার ছেলে মিলন পাটওয়ারী কুমিল্লা বড়–রার এক মাদ্রাসা থেকে আনা কোরবানির চামড়া ট্রাক থেকে আনলোড করে ভ্যান যোগে আবাসিক এলাকায় ঢুকিয়ে অটো রিক্সার গ্যারেজে রাখে। এসময় চামড়ার দূর্গন্ধে এলাকার আবাল,বৃদ্ধা,বনিতা সহ সব শ্রেনীর মানুষ বাইরে বেড়িয়ে বিক্ষোভ করতে থাকে। চামড়া ব্যবসায়ী এমদাদ পাটওয়ারীর ছেলে ঘটনাস্থলে উপস্থিত থেকে এলাকাবাসীর কথা তোয়াক্কা না করে মাল মজুদ করে। এ ছাড়া মিলন পাটওয়ারী পালবাজার তাদের নিউ মিতালী ট্রেডার্স থেকে প্রায় সময় মজুদকৃত চামরা ষ্ট্যান্ড রোডের পাটওয়ারী ম্যানশান গলিতে এনে রাখায় পচাঁ দূর্গন্ধে এলাকাবাসি চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে চামড়া ব্যবসায়ী এমদাদ পাটওয়ারীর ছেলে মিলন জানায়, নিজেদের চামরা নিজেদের গোডাউনে রাখছি। তাতে কার কি।কিছুদিনের জন্য রেখেছি পরে ঢাকা নিয়ে যাব।