প্রতিনিধি
চাঁদপুর শহরে ছিনতাই ও অনৈতিক কাজের অপরাধে ৪ পতিতাকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত শনিবার রাত ১০টায় মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা চৌধুরী কালীবাড়ি রেল স্টেশন থেকে পতিতাদের আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা ভাঁসমান এ পতিতারা প্রকাশ্য দিবালোকে ঘুরাফেরা করে অসহায় যুবকদের প্রলোভন দেখিয়ে ছিনতাই চক্রের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। এছাড়া গ্রাম থেকে আসা মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল, টাকা-পয়সা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। এসব পতিতাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বেশ কয়েকবার চাঁদপুর মডেল থানায় দেয়ার পর পুলিশ অবশেষে গ্রেফতার করে। ঘটনার দিন রাতে মতলব দক্ষিণ দীঘলদি গ্রামের রাজুর স্ত্রী রুনা (১৬), তরপুরচণ্ডীর ফয়সাল শেখের স্ত্রী আসমা (১৮), রায়পুর ৬নং কেউরা গ্রামের রহিমের স্ত্রী জাহানারা বেগম (২৮) ও ফরিদগঞ্জের আয়াস উদ্দিনের স্ত্রী সুমী (১৬)-কে ছিনতাই ও অনৈতিক কাজের অপরাধে গ্রেফতার করে চাঁদপুর মডেল থানা পুলিশ থানায় নিয়ে আসে। আটককৃতদের চাঁদপুর মডেল থানায় অফিসার ইনচার্জের কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহসান তাদের প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।