প্রতিনিধি ॥
চাঁদপুর শহরে হরতাল ও অবরোধ চলাকালে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগক নাশকতা সৃষ্টি হয়েছে। নাশকতা সৃষ্টি সন্দেহে চাঁদপুর শহরের গুয়াখোলা ও পাওয়ার হাউজ এলাকা থেকে বিএনপি নেতা সহ বহিরাগত ৩জনকে আটক করে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নন্দন সরকার ভোরে গুয়াখোলায় অভিযান চালিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর কে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া দুপুর ১২টায় পাওয়ার হাউজ দেড়শ মেঘাউট বিদ্যুৎ কেন্দ্র সামনে থেকে কুমিল্লা থেকে আসা দুই যুবককে আটক করে চাঁদপুর নতুন বাজার ফাঁড়ি পুলিশ। কুমিল্লার উত্তর চরথ্রা প্রেয়ার মিয়ার ছেলে মারুফ ও চক বাজারের সাইদুল রহমানের ছেলে রিমন সড়ক পথে চাঁদপুরে এসে পাওয়ার হাউজের ভিতরে এসে অবস্থান করেন। এসময় তারা দেশড় মেঘায়াট বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় দায়িত্বে থাকা নতুনবাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি তাদের দেখতে পেয়ে সন্দেহ হয়। তাদের কে জিজ্ঞাসাবাদ করার পর আশানুরুপ তথ্য দিতে না পারায় মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরে গুরুত্বপূর্ণ কিছু সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাশকতা রোধে পুলিশ ব্যাপক তৎপর হওয়ার কারণে তারা বড় ধরনের দুর্গটনা ঘটাতে পারেনি। তাদেরকে নাশকতা সৃষ্টির সন্দেহে আটক করা হয়।