শাহরিয়ার খান কৌশিক ॥
শহরে ভাসমান পতীতাদের উপর পুলিশি অভিযান পরিচালনা করে কোর্ট ষ্টেসন ও হকার্স মার্কেট থেকে ৩ জনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর মডের থানার পুৃলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমান পতিতারা ইদানিংকালে শহরের কালী বাড়ী, কোর্ট ষ্টেসন, লঞ্চঘাট , বাসষ্টেন্ড সহ জনবহুল স্থানগুলোতে যুব শ্রেণীকে তাদের ফাঁেদ ফেলে ধংশের দিকে নিয়ে যাচ্ছে। এছাড়া এদের মধ্যে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র প্রতিদিন প্রলোভন দেখিয়ে যুবকদের নির্জন স্থানে নিয়ে সর্বস্ব লুটে নিয়ে যায়। গতকাল ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে হকার্স মার্কেটের ভিতরে ভাসমান পতীতা রেখা, জাহানারা, আছমা,মীম, আয়শা, রুনার সাথে হাতাহাতি হয়। এ সময় মডেল থানা পুলিশ খবর পেয়ে আছমা, জাহানারা ও রেখাকে আটক করে থানায় নিয়ে আসে। । ছিনতাইকারী পুরান বাজারের মুন্নার সাইনবোর্ডধারী স্ত্রী মীম ফয়সালের স্ত্রী আয়শা ও রুনা পালিয়ে যায়। পুলিশ সুত্রে জানাযায়, শহরের ভ্রাম্যমান পতীতার এখন ছিনতায়ের কাজে সক্রীয় হয়ে উঠেছে। চাঁদপুরে বেশ কয়েকটি ছিনতাইয়ের পর পুলিশ তাদের মধ্যে থেকে ৩ জনকে আটক করেছে। এ ধরনের আটক অভিযান অব্যাহত থাকলে শহরের ছিনতাই ও যুবসমাজ ধংশ থকে রক্ষা পাবে।