প্রতিনিধি
চাঁদপুর শহরে ভ্রাম্যমান আদালত খাদ্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল ২৮ ফেব্র“য়ারি শুক্রবার দুপুর ১২টায় ঘোষপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনা লায়লা এ অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা কনফেকশনারী পণ্যবাহী একটি ভ্যানগাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রীতে প্যাকেটের গায়ে পণ্যের মূল্য এবং মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ঢাকা কনফেকশনারীকে ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং একই ভ্যানগাড়িতে আলী ব্রেড কনফেকশনারীর পণ্য পাওয়ায় আলী ব্রেড এন্ড কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তীসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনা লায়লা জানান, খাদ্যে ভেজাল মেশানো পণ্যের প্যাকেটে মূল্য উল্লেখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ সংযোজন না করাসহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।