শহীদ আবুল হোসেন ও লিমন ছৈয়ালের শাহদাত বার্ষিকী পালন
গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
—– মো. সফিকুর রহমান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার: ২৯ জানুয়ারী ২০১২ সালে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে সারা দেশে বিরোধী জোটের গণ মিছিলের কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত আবুল হোসেন ও লিমন ছৈয়ালের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে শহরের কুমিল্লা রোডস্থ ইব্রাহীম কাজী জুয়েলের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভুঁইয়া।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর খান, সদস্য সচিব হযরত আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনায়াতে হোসেন খোকন প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান ভুঁইয়া বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করে রেখেছে। সরকার নিজেদের রাজত্ব কায়েম করতে বার বার গণতন্ত্রকামী মানুষকে তাদের নিজস্ব পুলিশ বাহিনীকে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের তাজা প্রানগুলো নিবিয়ে দিয়েছে। শহীদ আবুল হোসেন ও লিমনের উপরও নির্দয় গুলি ছালিয়ে তাদের হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমাদেরকে শহীদদের রক্তের শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের দেশনেত্রীর সকল নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রামে রাজপথে এগিয়ে আসতে হবে। সবশেষে তিনি বিএনপির নিহত সকল নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন।সবশেষে সভাপতির বক্তব্য, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।