প্রেস বিজ্ঞপ্তি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্য মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী বলেছেন- আদিপত্যবাদীরাই ১৯৭১ সালে এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করেছে। দেশকে নেতৃত্ব শূণ্য করার ল্েয ঘাতকরা আমাদের বুদ্ধিজীদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবি হত্যার সঠিক তদন্ত রিপোর্টটি দেশবাসী জানতে চায়। তিনি ১৪ ডিসেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে চাঁদপুর শহর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। শহর আমীর এডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর এডভোকেট শেখ ছালেহ, ৬নং ওয়ার্ড আমীর কাজী মুরাদ হোসেন, জামায়াত নেতা সাইফুল আলম প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবিদের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা আমীর মাওলানা আঃ রহিম পাটওয়ারী।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।