অভিজিত রায় ॥
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। তিনি বলেন আমাদের সকলের জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশকে লালন ও ধারন করে এগিয়ে যেতে হবে। আজ বুদ্ধিজীবী দিবস আমাদের জন্য শোকের ও বেদনা দিন। স্বাধীনতার পরাজিত শক্ররা দেশ স্বাধীনের মাত্র দু’দিন আগে দেশের বীর সন্তানদের নির্মমভাবে শহীদ করে। আমাদেরকে মেধা শূণ্য করতেই তাদের এ ঘৃণ্য হত্যা যজ্ঞ। আজো স্বাধীনতার পরাজিত শত্রু দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে অপচেষ্টা লিপ্ত। আমাদেরকে তাদের চিহ্নিত করতে হবে। শুধু বিএনপি ও জামাতের ষরযন্ত্রকারীদের চিহ্নিত করলেই চলবে না। আমাদেরর দলের ভিতরে থাকা কায়দেআনী আওয়ামীদের চিহ্নিত করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আওয়ামীলীগের হাত দিয়ে গড়া না গেলে আমাদের আওয়ামীলীগ করাই বৃথা। তাই বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সকল এজেন্ডা বাস্তবায়নে আমাদের সকল ভেদা ভেদ ভুলে একই মঞ্চে কাজ করতে হবে। তাহলে দেশ ও দল সাথে দেশের জনগণ সুফল ভোগ করবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, জেলা নেতা এস এম সালাউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সদর উপজেলা আওয়ামীল লীগ নেতা মাসুদুর রহমান নান্টু, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, মাহফুজুর রহমান টুটুল, জেলা মহিলা আওয়ামীলগ সদস্য সচিব অধ্যাপিকা মাসুদার নূর খান, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য শাহজাহান চোকদার, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কবির খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক এস এম জয়নাল আবেদীন, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, মহিলা যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, তরুন লীগ সভাপতি শেখ শরীফ আহমেদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা, সিদ্দীকুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি