স্টাফ রিপোর্টার:
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং মেলার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, বইমেলা উপ-কমিটির আহ্বায়ক ও সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, বর্তমান সাধারণ সম্পাদক জিএম শাহিন, জেলা শিশু কর্মকর্তা মোঃ কাউসার আহমেদ, টিআইবি চাঁদপুরের এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা, বিশিষ্ট লেখক প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রূপক রায়, জেলা স্কাউটের এডি মোঃ ইকবাল হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান মজিব, পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বারী, প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, ইকবাল পারভেজ প্রমুখ। উদ্বোধনী দিনে শহীদ মিনারে কবিতা পাঠ করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী ও মিথিলা।
জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলো হলো : জেরঙ্ পেইজেস, ইসলামিক ফাউন্ডেশন, জেলা সরকারি গণগ্রন্থাগার, পৌর পাঠাগার, সনাক চাঁদপুর, সাহিত্য একাডেমী চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, জেলা প্রশাসন চাঁদপুর, মোহাম্মদীয়া লাইব্রেরী, মাস্টার লাইব্রেরী, আল মদিনা লাইব্রেরী, দোয়া গঞ্জল বুক স্টল, ইউনিক লাইব্রেরী, তাজমহল লাইব্রেরী ও মিয়াজী লাইব্রেরী।
সাত দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষ হবে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার।