প্রতিনিধি
হরতাল ও অবরোধ শেষ হতে না হতেই আবারো শহরে বিএনপি ও জামাত-শিবিরের তাণ্ডব শুরু হয়েছে। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মুখোশধারীদের হামলায় ৩টি সিএনজি ভাংচুর করে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে চৌধুরীপাড়া দিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় এ ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ মুক্তিযোদ্ধা সড়কে হকার্স মার্কেটের বিপরীত দিকে স্যামসাং কোম্পানির শোরুমের সামনে ও আল আরাফ হোটেল এণ্ড রেস্টুরেণ্ট সম্মুখে ৩টি সিএনজি পার্কিং করে রাখে। এ সময় চৌধুরী পাড়া এলাকা থেকে মুখোশধারী ৫/৬ জন বিএনপি জামাত-শিবিরের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও রড নিয়ে বের হয়ে সিএনজিগুলো ভাংচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে চৌধুরীপাড়া এলাকা দিয়ে পালিয়ে যায়। তাদের হামলায় চান্দ্রা মদিনা মার্কেট এলাকায় মোঃ শরীফের চাঁদপুর থ ১১-৪৫৮ ও ফরিদগঞ্জের শোল্লার হেলালের চাঁদপুর থ ১১-৫১৮০ নাম্বারের সিএনজিসহ মোট ৩টি সিএনজি ভাংচুর করে। সিএনজি চালক শরীফ জানায়, হকার্স মার্কেটের বিপরীত দিকে যাত্রী নামিয়ে অন্য যাত্রীর অপেক্ষায় সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকে। এমতাবস্থায় হঠাৎ করে ৫/৬জন প্যাণ্ট শার্ট ও পাঞ্জাবি পড়া যুবক দেশীয় অস্ত্র নিয়ে এসে ভাংচুর চালিয়ে নিমিষেই ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।