মিজানুর রহমান রানা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলে শুক্রবার চাঁদপুর কাবে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতির বক্তব্যে, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আগামী দিনে আন্দোলন হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। চাঁদপুর জেলায় বিগত আন্দোলনে আমাদের ১৬জন নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন। তাই অচিরেই বেগম খালেদা জিয়া চাঁদপুরে সফরে আসছেন। জাতীয়তাবাদী দলের সকল নেতা-কর্মী মিলে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চাঁদপুরে ঐক্য গড়ে তুলবো। জাতীয়তাবাদীদল গঠনে আমাদের সহযোগিতা সব সময় থাকবে।
তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চাঁদপুর কাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলে আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বেঁচে আছি থাকবো। যিনি সৃষ্টি না হলে জাতীয়তাবাদী দল সৃষ্টি হতো না। তাই তাঁকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের আগামীদিনের শপথ হবে এ তাবেদার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা।
জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক রাফিউস্ শাহাদাত ওয়াসিম পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহ-সভাপতি আঃ হামিদ মাস্টার, সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, শহর যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মো. জুয়েল, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেরাজ চোকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খোকন মিয়াজী, জেলা কৃষকদলের সভাপতি হাজী আবুল বাসার বাস, শহর কৃষকদলের সদস্য সচিব আঃ শহীদ ফারুক, শহর ছাত্রদলের আহবায়ক শামছুল আলম সূর্য, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউদ্দিন বাবলু।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন খানি অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।