মিজানুর রহমান ।।
চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় ওই বাজারের আল-আছর কম্পিউটারের দোকানে বিদুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।নিহত রাকিব শাহতলী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রাকিব হোসেন দীর্ঘদিন ধরে শাহতলী বাজারে তার ফুফাতো ভাই কামরুজ্জামান সুমনের কম্পিউটার দোকানে ফটোষ্ট্যাট ও কম্পিউটার কম্পোজের কাজ করতো। মঙ্গরবার সকালে সে দোকানে এসে ফটোষ্টাট মেশিনে ফটোকপি করার সময় ওই মেশিনে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দোকানের মালিক তার ফুফাতো ভাই কামরুজ্জামান সুমনসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ নুরে আলম তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে রাকিবের মৃত্যুর খবর শুনে তার মার বুকফাটা আর্তনাতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। একমাত্র ছেলেকে হারিয়ে মা যেনো পাগল প্রায়।
নিহত রাকিবের মাতা লীলুফা বেগম জানায় রাকিব শাহতলী চিলানী চিশতী কলেজে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছে। তার দু মেয়ের মধ্যে রাকিবই একমাত্র ছেলে।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে জানালে থানার এস আই আওলাদ হোসেন লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।