স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার জেডিসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠান গতকাল (২৯ অক্টোবর) রবিবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন , শাহতলী কামিল মাদ্রাসাটি শতবছরের ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান ।এর ফলাফল বরাবরই সাফল্যজনক । এখানে মেধাবী শক্তিশালী শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হয় । যার কারণে প্রতিষ্ঠানটি সফলতার সহিত এগিয়ে যাচ্ছে । আমি চাই অধিকসংখ্যক শিক্ষার্থী জিপিত্র-৫ পায় তা চেষ্টা করতে হবে । প্রতিষ্ঠানের একাডেমিক ভবনসহ যাবতীয় উন্নয়ন করার ব্যাপারে সবাতœক সহযোগিতা করা হবে । শিক্ষকদের সকল দাবী পর্যায়ক্রমে সমাধান করা হবে ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: মোশারফ হোসেন তালুকদার, ১ম মুহাদ্দেছ ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দিছ মাওলানা আক্তার হোসাইন, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মো: ইসমাঈল মিয়া, সহকারি শিক্ষক গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানে ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সোয়াইব আল মাহমুদ, মো: সাকিব হোসেন, ইসলামী সংঙ্গিত পরিবেশন করেন ছাত্র মো: আব্দুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইউনুছুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন আরবী প্রভাষক মাওলানা কামাল হোসাইন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ হোসেন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা , আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবী প্রভাষক মাওলানা হেলাল, সহকারি শিক্ষক মাওলানা হাফেজ জহিরুল হক, সহকারী শিক্ষক মো: বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম প্রমূখ।
সবশেষে দোয়া পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।