স্টাফ রিপোর্টার ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃহারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদুল্লাহ,মাওলানা এমদাদুল্লাহ,প্রভাষক বেলায়েত হোসেন ,প্রভাষক মাওলানা হেলাল উদ্দিন,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দূল হালিম গাজী,শিক্ষার্থী মোঃশোয়াইব আল মাহমুদ ও মোঃ আব্দুর রহমান প্রমুখ । আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোকপাত করা হয় । সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন ।