স্টাফ রিপোটার্র ঃ
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের পিতা মৈশাদী নিবাসী গুরুতর অসুস্থ মোঃ ইউনুছ মিয়াকে গত ৭ জুলাই ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় । তার অবস্থা আশংকাজনক । শনিবার (৮ জুলাই ) দুপুরে তাকে দেখতে যান দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক এবং জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী । তিনি দীর্ঘক্ষন তার পাশে থাকেন এবং শারিরীক অবস্থার খোঁজখবর নেন । সেই সাথে তার দ্রুত আরোগ্য কামনা করেন । এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ,সাংবাদিক শওকত আলী,সাংবাদিক কেবির মিজি,তার মেয়ে সহকারী শিক্ষিকা শামিমা আক্তার ।
ক্যাপশান ঃ শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের পিতা অসুস্থ ইউনুছ মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।