স্টাফ রিপোটার: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ই ফেব্রুয়ারী রোজ সোমবার দুপুর ১টায় জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নোয়নের জন্য শিক্ষকদের নিরলস পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীরা যাতে কলেজে নিয়মিত উপস্থিত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন শিক্ষার্থী যদি কলেজে নিয়মিত উপস্থিত না থাকে তাহলে অভিভাবকদের সাথে যোগাযোগ করতে হবে। তিনি আরও বলেন এ কলেজের শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সকলকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন,কলেজের শিক্ষকদের মধ্যে কোন প্রকার অনিয়ম ও বিশৃংখলা মেনে নেওয়া হবে না । এ ব্যাপারে বিধি মোতাবেক গভনির্ং বডির সভা ঢেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । যেই শিক্ষকের বিরুদ্বে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্বেই ব্যবস্থা নেওয়া হবে । তাই প্রাথমিক পর্যায়ে সর্তক করা হলে । পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে । প্রতিটি পাঠদান প্রজেক্টর দিয়ে করতে হবে । এ ব্যাপারে সবধরনের সহযোগিতা করা হবে ।
এছাড়াও মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও অভ্যন্তরীন বিষয়ে নিয়ে আলোচনা ও সিন্ধান্ত গ্রহন করা হয়।
মতবিনিময় সভায় অংশ নেন কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক ভূগোল মো: গোলাম সারওয়ার কচি, সহকারি অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক বাংলা আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক কৃষি বিজ্ঞান মো: কামরুল হাসান, গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: সফিক ক্বারী, ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি এর প্রধান শিক্ষক ও কলেজের গভর্নিং বডির বিদ্যোসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রভাষক সমাজকর্ম মোহাম্মদ নুরুল বাতেন, প্রভাষক ইসলাম শিক্ষা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক যুক্তিবিদ্যা শামিমা বেগম, গভর্নিং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রভাষক কম্পিউটার নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা মো: জিয়াউর রহমান, প্রভাষক অর্থনীতি ফারজানা আক্তার, প্রভাষক উচ্চতর গনিত মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক রসায়ন মো: মাহবুবুর রহমান, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহাকরি মো: মেহেদী হাসান প্রমূখ।
সবশেষে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।