মতলব প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নূরুল হুদা বলেছেন, বর্তমান সরকার শাহবাগ প্রজন্ম চত্বরে যত নাটকই করুক না কেনো, বর্তমান সরকারের কোনো নাটকই কাজে লাগবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এই সরকার আগামী নির্বাচনে পরাজয় ভেবে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, যুবদলকে সুসংঘটিত হতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মতলব পৌর শাখার ৬নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন গত ১৫ ফেব্রয়ারি নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সম্মেলনের উদ্বোধন করেন মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন মিয়াজী। ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিলস্নাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক মোঃ শাহজান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোসত্দফা গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন ভূঁইয়া, ছাত্রদল নেতা রেহান উদ্দিন রাজন, রাজিব সরকার, মফিজ আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ কাউছার মিয়াজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কবির হোসেন খান, হাজী জাকির, বিল্লাল হোসেন খান, জেলা যুবদলের সহ-সভাপতি ও মতলব উত্তর যুবদলের সভাপতি মিয়া মন্জুর আমিন স্বপন, যুবদল নেতা আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, আলাউদ্দিন মুন্সী, কবির হোসেন, উজ্জ্বল ফরাজী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়াজী, যুগ্ম আহ্বায়ক শামিম আহম্মেদ, উপাদি দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোসত্দফা জামান, যুগ্ম আহ্বায়ক জজ মোঃ আবু জাফর তফাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা কচি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শিপলুসহ যুবদল, ছাত্রদলসহ অন্য নেতৃবন্দ।