স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার শাহ্মাহমুদপুর ইউনিয়নে হত্যার চেষ্টা মামলার আটক ১নং আসামী রবিন হাওলাদার (২০) কে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এস আই প্রদীপের বিরুদ্ধে। কি কারনে ছেড়ে দেওয়া হলো তার সুনিদিষ্ট ব্যাখ্যা নেই । আর এ অভিযোগ করেছে মামলার বাদী শাহ্মাহমুদপুর ইউপি মেম্বার ফিরোজা বেগম । বাদী মহিলা মেম্বার ফিরোজা বেগম জানান,গত ২৪ মার্চ সন্ধ্যায় শাহ্মাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গাচর এলাকায় এজহারনামীয় আসামীরা আমার ছেলে কাউছার হামিদকে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে এবং শারিরীকভাবে জখম করে । এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করি । মামলা নং ৬৩ তাং ২৮/০৩/২০১৬ ,ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬) । তিনি অভিযোগ করেন ,এ মামলার প্রেক্ষিতে গত ৭ এপ্রিল দিবাগত রাত দেড়টায় এ মামলার ১নং আসামী রবিন হাওলাদারকে তার গ্রামের বাড়ী ভরঙ্গাচর থেকে তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ আটক করে । পরে রাতেই থানার আসার পর পরই উক্ত আসামী রবিনকে ছেড়ে দেওয়া হয়। আসামী গ্রেফতারের পর আদালতে সোপর্দ না করে কেন থানা থেকে ছাড়া হলো এর সুষ্ঠু এর বিচার চাই । এ ব্যাপারে আমি পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করবো ।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই প্রদীপ সাংবাদিকদের জানান, এ মামলার ১নং আসামী রবিন হাওলাদারকে ৭ এপ্রিল দিবাগত রাত দেড়টায় সময় তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করি । পরে বিশেষ কারনে তাকে ছেড়ে দিতে হয়েছে । বিষয়টি নিয়ে তিনি মর্মাহত । তবে পত্রিকায় লিখে কী হবে এমন দম্ভোক্তিও করেন তিনি ।
এ ব্যাপারে চাঁদপুর এএস পি (সার্কেল ) মোঃ নজরুল ইসলাম বলেন, এজহারনামীয় ১নং আসামীকে গ্রেফতার করে ছেড়ে দেয়ার অভিযোগটি গুরুত্ব । বিষয়টি আমি এসআই প্রদীপকে জিজ্ঞাসাবাদ করবো ।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।