চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৪ সন্তানের জননী হাছিনা বেগম (৩৫) নামে এক নারী। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য চাঁদপুর থানায় নিয়ে আসে। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভড়ঙ্গারচর গ্রামের ছৈয়াল বাড়ির দিনমজুর খোকন (খোকা) ছৈয়ালের স্ত্রী হাছিনা বেগম গত ১৩ জুন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার পরে বাড়ির উত্তর সীমান্তবর্তী ছাগল ঘরের আড়ার (বাঁশের) সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। পরে পরিবার ও বাড়ির লোকজন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ দেখতে পায়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে চাঁদপুর মডেল থানায় খবর দিলে থানা পুলিশের এসআই আনিসুর সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহত হাছিনার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বড় মেয়ে এ বছর ৯ম শ্রেণিতে অধ্যায়নরত। পারিবারিক কলহের কারণেই হাছিনা আত্মহত্যা করেছে বলে আশেপাশের লোকজন জানান।